ইটালিতে টিকটককে আংশিক ব্লক

২৪ জানুয়ারি, ২০২১ ০৩:২৫  
১০ বছর বয়সী এক মেয়ের মৃত্যুর জেরে ইটালিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ব্লক করা হয়েছে। দেশটির ডেটা প্রোটেকশন অথরিটি (ডিপিএ) যেসব ব্যবহারকারীর বয়স সঠিকভাবে যাচাই করতে পারেনি তাদের ক্ষেত্রে টিকটক ব্লক করে দিয়েছে। সম্প্রতি ১০ বছর বয়সী এক মেয়ে টিকটকার ‘ব্ল্যাকআউট’ চকিং চ্যালেঞ্জে অংশ নিয়ে মৃত্যুবরণ করে। এর জেরে দেশটির ডিপিএ এই সিদ্ধান্ত নেয়। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছে, ভুয়া জন্মদিন ব্যবহার করে সহজেই ১৩ বছরের বয়সের ছোট যে কেউ টিকটকে যুক্ত হতে পারে। এরফলে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং তাদের জীবনে সেটির প্রভাব পড়ে। এছাড়া সংস্থাটি টিকটকের উপর দেশটির আইন অমান্য করারও অভিযোগ এনেছে। দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৪ বছরের কম বয়সী কেউ সাইনআপ করতে চাইলে অভিভাবকের অনুমতি নিতে হয়। একইসাথে ডেটা পলিসি নিয়েও সংস্থাটির অভিযোগ রয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে টিকটক ব্লক থাকবে এবং এই সময়ের মধ্যে টিকটককে ডিপিএর চাহিদা পূরণ করতে হবে। এ বিষয়ে টিকটক কোনো মন্তব্য না করলেও তাদের কাছে নিরাপত্তা সর্বাগ্রে বলে জানিয়েছেন। ডিবিটেক/বিএমটি